wowslider.com

About DUECAA


About DUECAA

:ভূমিকা:


দেশের পাবলিক প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নবীন। ১৯৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ ১৯৮৬ খ্রিস্টাব্দে বিআইটি, ঢাকা নামে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে উন্নীত হয়। ১৫ সেপ্টেম্বর, ২০০৩ খ্রিস্টাব্দ বিআইটি, ঢাকা একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ডুয়েট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।


অত্যন্ত প্রতিকূল এক রাজনৈতিক পরিমন্ডলে ৪ জানুয়ারি ১৯৮৬ একঝাঁক নির্ভীক ছাত্রলীগ নেতা-কর্মীর উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা হলের ৩০৯ নং কক্ষে ফখরুল হায়দর চৌধুরী (১ম বর্ষ, ইইই) এর সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ম বর্ষ (পুরকৌশল) এর ছাত্র জনাব আসাদুজ্জামান কে আহ্বায়ক এবং ১ম বর্ষ (পুরকৌশল) এর ছাত্র জনাব মোঃ মনিরুল ইসলাম ও স্পেশাল কোর্স (ইইই) এর ছাত্র জনাব একেএম শহীদুজ্জামান মিন্টু কে যুগ্ম-আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্রলীগ বিআইটি, ঢাকা শাখা গঠনের মধ্য দিয়ে ডুয়েট ছাত্রলীগের গোড়াপত্তন হয়।


সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে অটুট ডুয়েট ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীগণ প্রকৌশল কর্মযজ্ঞে ব্যাপক অবদান রাখছেন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ডুয়েট প্রকৌশলীদের সুসংগঠিত করণের উদ্দেশ্যে প্রকৌ: আবদুল আলীম, ড. প্রকৌ: মোঃ আবুল কাশেম সিদ্দিকী, প্রকৌ: আবুল কালাম হাজারী প্রমুখ নেতৃবৃন্দের উদ্যোগে ৪ জানুয়ারি ২০০৫ জিনাত ভবন, ৪১/১৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৌ: আসাদুজ্জামান কে আহ্বায়ক এবং প্রকৌ: মোঃ সলিম উল্লাহ খান বেলাল কে সদস্য সচিব করে ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা) গঠিত হয়। প্রায় এক দশকের পথ-পরিক্রমায় ডুয়েকা এখন সুসংগঠিত, বিভিন্ন আচার-অনুষ্ঠান আর কর্মসূচীর মাধ্যমে সদস্যদের একসূত্রে গেঁথে ডুয়েকা এগিয়ে যাচ্ছে অভিষ্ট লক্ষ্যে। নির্দিষ্ট বিধি-বিধানের আলোকে ডুয়েকার কর্মকান্ড পরিচালিত হওয়ার তাগিদে আবশ্যকতা দেখা দেয় একটি গঠনতন্ত্রের। ডুয়েট ছাত্রলীগ ১৯৮৯-১৯৯০ মেয়াদের সভাপতি প্রকৌশলী এম এ হান্নান ডুয়েকা গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করেন। ৪ মার্চ ২০১১ অনুষ্ঠিত ডুয়েকার সাধারণ সভায় গঠনতন্ত্রের খসড়া উত্থাপিত হয়। কিছু সংশোধনীসহ সর্বসম্মতভাবে উক্ত সভায় এটি অনুমোদিত হয়।


ডুয়েকা প্রথম কার্যনির্বাহী পরিষদ ২০১৪-২০১৫ এর সিদ্ধান্ত অনুযায়ী ডুয়েকা গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ সম্পন্ন করা হলো। পরিমার্জন ও পরিবর্ধনসহ ডুয়েকা গঠনতন্ত্রের পূর্ণাঙ্গ মুদ্রণে প্রয়োজনীয় দিক- নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য ডুয়েকা সভাপতির নিকট আমরা কৃতজ্ঞ। ডুয়েকার কর্মকাণ্ডকে আইনানুগ এবং বিধি-বিধানের আলোকে গতিশীল রাখার ক্ষেত্রে এ গঠনতন্ত্র ইতিবাচক কোন ভূমিকা রাখতে সক্ষম হলে আমাদের এ পরিশ্রম সার্থক হবে।






এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য:


(১) বিআইটি, ঢাকা এবং ডুয়েটে অধ্যয়নকারী বাংলাদেশ ছাত্রলীগ নেতা-কর্মী-সমর্থকগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং তা বজায় রাখা। ও সহযোগিতামূলক মনোভাব


(২) এসোসিয়েশনের সদস্যগণের পেশাগত প্রয়োজনে এবং সুবিধা-অসুবিধায় আইইবি/সংশ্লিষ্ট বিভাগীয় শাখা/কমিটির সাথে সহজতর যোগাযোগে সহায়তা করা। 


(৩) সদস্যগণের জন্য প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময়ে সহায়তা করা। 


(৪) এসোসিয়েশনের সদস্যগণের পেশাগত মান উন্নয়নে সহায়তা করা এবং তাদের জন্য লাভজনক বিনিয়োগ/কর্মসূচী/প্রকল্প গ্রহণ করা।


(৫) বিভিন্ন জনকল্যাণ এবং সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করা।


(৬) জাতীয় কোন দুর্যোগে কিংবা জনজীবনে হঠাৎ সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে সহায়তামূলক কর্মসূচী নিয়ে এগিয়ে আসা।