এসোসিয়েশন সদস্য
২.১ এসোসিয়েশনের সদস্য শ্রেণীবিভাগ:
এসোসিয়েশনের সদস্য হবে ২ (দুই) শ্রেণীর:
(ক) সাধারণ সদস্য
(খ) জীবন সদস্য
(১) সাধারণ সদস্য:
গঠনতন্ত্রের ধারা ১.২ অনুযায়ী এসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য কোন প্রকৌশলী ধারা ৬.২(১) এ নির্ধারিত ফি জমাপূর্বক সদস্য অন্তর্ভুক্তির ফরমে আবেদন করার পর কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তিনি এসোসিয়েশনের সাধারণ সদস্য হবেন। সদস্য নম্বর সদস্যপদ গ্রহণের তারিখ অনুযায়ী নির্ধারিত হবে।
(২) জীবন সদস্য:
গঠনতন্ত্রের ধারা ১.২ অনুযায়ী এসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য কোন প্রকৌশলী ধারা ৬.২(২) এ নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করলে কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তিনি এসোসিয়েশনের জীবন সদস্য হবেন। জীবন সদস্য নম্বর সদস্যপদ গ্রহণের তারিখের ক্রমানুসারে হবে। কোন জীবন সদস্য ইন্তেকাল করলে ইন্তেকালের তারিখসহ তাঁর নাম ও সদস্য নম্বর থেকে যাবে, তবে ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হবে না।
২.২ সদস্যগণের অধিকার:
(১) এসোসিয়েশনের পরিষদসমূহে গঠনতন্ত্রের বিধি-বিধান এবং শর্তাবলী পূরণ সাপেক্ষে নিজেকে অন্তর্ভূক্ত করতে কিংবা পরিষদসমূহের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
(২) এসোসিয়েশনের কোন সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য যে কোন সভায় অংশগ্রহণ করার, নিজস্ব মতামত ব্যক্ত করার ও ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে।
(৩) এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কোন আচার-অনুষ্ঠান এ প্রযোজ্য বিধি-বিধান এবং শর্তাবলীর আলোকে অংশগ্রহণের অধিকার থাকবে।
(৪) যে কোন সদস্যের পেশা সংক্রান্ত কিংবা সৃজনশীল কোন কাজে এসোসিয়েশনের সহযোগিতা চাওয়ার/পাওয়ার অধিকার থাকবে।
২.৩ সদস্যগণের দায়িত্ব:
(১) এসোসিয়েশনের গঠনতন্ত্র মেনে চলা।
(২) গোষ্ঠী স্বার্থ ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
(৩) নিজ নিজ পেশার মর্যাদা রক্ষা করা ও উন্নয়নে সচেষ্ট থাকা।
(৪) এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কোন সভা-সমাবেশ, আচার-অনুষ্ঠান, সেমিনার কিংবা কর্মসূচীতে অংশগ্রহণ করা এবং সেগুলোর বাস্তবায়নে যথাসাধ্য অবদান রাখা।
২.৪ সদস্যপদ স্থগিত/বাতিল:
(১) গ্রহণযোগ্য কারণ ব্যতিরেকে গঠনতন্ত্রের ধারা ৬.২(১)২ এ বর্ণিত বার্ষিক চাঁদা পরিশোধ না করলে সদস্যপদ সাময়িকভাবে স্থগিত থাকবে। স্থগিত হবার পরবর্তী ১ (এক) বছরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে স্থগিত সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ পুনরায় লাভ করতে চাইলে সমুদয় বকেয়া চাঁদা পরিশোধসহ সদস্য নিবন্ধন ফি জমা দিতে হবে।
(২) গঠনতন্ত্রের কোন বিধি সুষ্পষ্টভাবে লঙ্ঘন করলে কোন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে অবশ্যই তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং গৃহীত যে কোন শাস্তিমূলক ব্যবস্থা পরবর্তী সাধারণ সভায় অনুমোদিত হতে হবে।
(৩) কোন সদস্য সর্বোচ্চ আদালতে দন্ডিত হলে অথবা তাঁর কর্মকান্ড এসোসিয়েশনের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে কার্যনির্বাহী পরিষদ তাঁর সদস্যপদ বাতিল করতে পারবে।
(৪) কোন সদস্যের মৃত্যু হলে তাঁর সদস্যপদ বিলুপ্ত হবে না, সাবেক সদস্য হিসেবে তাঁর নাম ও সদস্য নম্বর সংরক্ষিত থাকবে। তবে ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হবে না।
২.৫ সদস্যপদ প্রত্যাহার:
যে কোন সদস্য এককভাবে ২ (দুই) মাসের নোটিশে কার্যনির্বাহী পরিষদের সভাপতি বরাবর কারণ উল্লেখপূর্বক সদস্যপদ প্রত্যাহারের আবেদন করতে পারবেন। কার্যনির্বাহী পরিষদের পরবর্তী সভায় তাঁর সদস্যপদ প্রত্যাহার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। উক্ত সিদ্ধান্ত আবেদনকারীর মনপূতঃ না হলে পরবর্তী সাধারণ সভায় তাঁর আবেদন উত্থাপনের জন্য তিনি সভাপতিকে অনুরোধ করতে পারবেন এবং সে ক্ষেত্রে সভাপতি তা পরবর্তী সাধারণ সভায় উত্থাপন করতে বাধ্য থাকবেন। সাধারণ সভার সিদ্ধান্তে বিষয়টি নিষ্পত্তি হবে।
২.৬ সদস্যপদ পুনরুদ্ধার:
(১) গঠনতন্ত্রের ধারা ২.৪ (১) মোতাবেক সদস্যপদ স্থগিত হলে প্রযোজ্য সদস্য ফি/বার্ষিক চাঁদা প্রদান সাপেক্ষে সদস্যপদ পূনর্বহাল করা যাবে।
(২) গঠনতন্ত্রের ধারা ২.৪(২) ও ২.৪ (৩) মোতাবেক কেউ সদস্যপদ হারালে সদস্যপদ পুনর্বহালের জন্য তিনি কার্যনির্বাহী পরিষদের সভাপতির নিকট আবেদন করতে পারবেন।
(৩) কার্যনির্বাহী পরিষদের বিবেচনায় যদি তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, তবে সদস্যপদ পুনর্বহালের জন্য তাঁর আবেদন সাধারণ সভায় উত্থাপনের জন্য তিনি সভাপতিকে লিখিত অনুরোধ করতে পারবেন।
৬.২ এসোসিয়েশনের সদস্য নিবন্ধন ফি ও চাঁদা:
(১) সাধারণ সদস্য নিবন্ধন ফি ও চাঁদা:
১. সাধারণ সদস্যপদের নিবন্ধন ফি ৫০০/-(পাঁচশত) টাকা। এসোসিয়েশনের ব্যাংক হিসাবে নিবন্ধন ফি জমা সাপেক্ষে সদস্যপদ কার্যকরি হবে।
২. সাধারণ সদস্যপদের বার্ষিক চাঁদা ৫০০/-(পাঁচশত) টাকা। ২(দুই) বৎসরের (কার্যনির্বাহী পরিষদের এক পূর্ণ মেয়াদ) চাঁদা (৫০০/-X২) বা ১,০০০/-টাকা এককালীন পরিশোধযোগ্য (due) হবার ৪ (চার) মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
৩. সাধারণ সদস্যপদের জন্য আবেদনের সময় নিবন্ধন ফি ৫০০/-(পাঁচশত) টাকার সাথে ২ (দুই) বৎসরের চাঁদা (৫০০/-১২) বা ১,০০০/-টাকা জমা প্রদান করতে হবে।
(২) জীবন সদস্য নিবন্ধন ফি:
এসোসিয়েশনের জীবন সদস্যপদের নিবন্ধন ফি এককালীন ৮,০০০/- (আট হাজার) টাকা। জীবন সদস্যদের বার্ষিক/মাসিক চাঁদা প্রদান করতে হবে না। এসোসিয়েশনের ব্যাংক হিসাবে নিবন্ধন ফি এককালীন জমা সাপেক্ষে আবেদনকারীর সদস্যপদ কার্যকরি হবে।