wowslider.com

গঠনতন্ত্র


গঠনতন্ত্র

ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা)
গঠনতন্ত্র

১.১ এসোসিয়েশনের নাম:

এসোসিয়েশনের নাম ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা)।

DUET Chhatra League Alummni Associaion (DUECAA)


১.২ এসোসিয়েশনের সদস্য:

ডুয়েট থেকে উত্তীর্ণ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রকৌশলী এবং সাবেক বিআইটি, ঢাকা থেকে উত্তীর্ণ স্নাতক ডিগ্রীধারী প্রকৌশলীগণের মধ্যে যারা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সংগে সম্পৃক্ত ছিলেন তারা এ এসোসিয়েশনের সদস্য হতে পারবেন।


১.৩ এসোসিয়েশনের ঠিকানা:

ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা) এর ঠিকানা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রমনা, ঢাকা-১০০০। এসোসিয়েশনের বর্তমান অস্থায়ী কার্যালয় জিনাত ভবন (৩য় তলা), ৪১/১ কাজী নজরুল ইসলাম এভিন্যু, ঢাকা-১২০৫। কার্যনিবাহী পরিষদ প্রয়োজনবোধে ঢাকা মেট্রোপলিটন এলাকার যে কোন স্থানে এসোসিয়েশনের স্থায়ী/অস্থায়ী কার্যালয় স্থানান্তর করতে পারবে। কার্যালয় পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে এসোসিয়েশনের সকল সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/সংগঠনসমূহকে তা অবহিত করতে হবে।


১.৪ এসোসিয়েশনের অধিক্ষেত্র:

এসোসিয়েশনের কার্যক্রম বাংলাদেশের সর্বত্র বিস্তৃত থাকবে, সদর দফতর থাকবে রাজধানী শহর ঢাকায়। একবার কেউ এসোসিয়েশনে সদস্যভূক্ত হলে ভবিষ্যতে তিনি দেশে-বিদেশে যে কোন স্থানে অবস্থান করুন না কেন তাঁর সদস্যপদের ধারাবাহিকতা বজায় থাকবে।


১.৫ এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য:

(১) বিআইটি, ঢাকা এবং ডুয়েটে অধ্যয়নকারী বাংলাদেশ ছাত্রলীগ নেতা-কর্মী-সমর্থকগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং তা বজায় রাখা। ও সহযোগিতামূলক মনোভাব

(২) এসোসিয়েশনের সদস্যগণের পেশাগত প্রয়োজনে এবং সুবিধা-অসুবিধায় আইইবি/সংশ্লিষ্ট বিভাগীয় শাখা/কমিটির সাথে সহজতর যোগাযোগে সহায়তা করা। 

(৩) সদস্যগণের জন্য প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময়ে সহায়তা করা। 

(৪) এসোসিয়েশনের সদস্যগণের পেশাগত মান উন্নয়নে সহায়তা করা এবং তাদের জন্য লাভজনক বিনিয়োগ/কর্মসূচী/প্রকল্প গ্রহণ করা।

(৫) বিভিন্ন জনকল্যাণ এবং সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করা।

(৬) জাতীয় কোন দুর্যোগে কিংবা জনজীবনে হঠাৎ সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে সহায়তামূলক কর্মসূচী নিয়ে এগিয়ে আসা।

১.৬ এসোসিয়েশনের কার্যক্রম:

(১) এসোসিয়েশন সদস্যগণের মধ্যে পারস্পরিক মত বিনিময় এবং অন্তরঙ্গ পরিবেশ সৃষ্টির ক্ষেত্র তৈরী করবে, সদস্যদের নিয়ে আচার-অনুষ্ঠান এর আয়োজন করবে।

(২) সমধর্মী বিভিন্ন এসোসিয়েশন, প্রতিষ্ঠান, সমিতি, সংস্থা বা ব্যক্তির সাথে যৌথভাবে কাজ করবে। এসোসিয়েশনের কর্মকান্ড তুলে ধরা এবং সদস্যগণের সৃজনশীলতা বৃদ্ধিসহ মতামত প্রকাশের জন্য সময়ে সময়ে পত্রিকা/বুলেটিন প্রকাশ করবে।

(৩) সদস্যগণের একক/যৌথ ন্যায়সংগত সুবিধাদি ও অধিকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। আলোচনাপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

(৪) সদস্যগণের এক/একাধিক সহযোগে পরিচালিত পেশাভিত্তিক উদ্যোগ/কর্মসূচীতে সহযোগিতা প্রদান করবে। এসোসিয়েশনের সদস্যগণ (কিংবা উৎসাহী সদস্যগণ) কে নিয়ে এসোসিয়েশনের সদস্যগণের (কিংবা উৎসাহী সদস্যগণের) জন্য লাভজনক বিনিয়োগ/কর্মসূচী/প্রকল্প গ্রহণ করবে। 

(৫) এসোসিয়েশন এককভাবে অথবা অন্যান্য এসোসিয়েশন/সংস্থার সাথে যৌথভাবে জাতীয় দুর্যোগ প্রতিরোধ, জনকল্যাণ ও সেবামূলক কাজে অংশগ্রহণ করবে।

(৬) এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার নিমিত্তে আর্থিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে এসোসিয়েশনের সদস্য কিংবা সমধর্মী এসোসিয়েশন/সমিতি/সংস্থা/ব্যক্তির নিকট থেকে চাঁদা/অনুদান গ্রহণপূর্বক এসোসিয়েশনের জন্য তহবিল গড়ে তুলবে।